সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন

টমাস টুখেল বায়ার্নের নতুন কোচ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: মৌসুমের মাঝপথে চেলসি ও পিএসজির সাবেক ম্যানেজার থমাস টুখেলকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিল বায়ার্ন মিউনিখ। জুলিয়ান নাগলসম্যানকে বরখাস্তের দিনেই তারা এই ঘোষণা দিয়েছে। ৩৫ বছর বয়সী নাগলসম্যানের অধীনে বায়ার্ন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। আগামী মাসে শেষ আটে তাদের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। কিন্তু এবারের মৌসুমে এখন পর্যন্ত বুন্দেসলিগায় নিজেদের স্বাভাবিক আধিপত্য ধরে রাখতে পারেনি বায়ার্ন। সে কারণেই নাগলসম্যানের ওপর থেকে আস্থা উঠে গিয়েছিল বায়ার্ন কর্তৃপক্ষের। চেলসির হয়ে ২০২১ সালে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা ৪৯ বছর বয়সী টুখেলর ওপর এখন আস্থা রাখতে চাচ্ছে বেভারিয়ান্সরা। বায়ার্নের পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৫ সালের জুন পর্যন্ত টুখেলের সাথে ক্লাবের চুক্তি হয়েছে। সোমবার তার অধীনে প্রথমবারের মতো অনুশীলনে নামবে বায়ার্ন। বর্তমান জার্মান চ্যাম্পিয়নরা এক বিবৃতিতে বলেছে, ‘এফসি বায়ার্ন ও কোচ জুলিয়ান নাগলসম্যানের মধ্যে সব ধরনের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। নাগলসম্যানের স্থানে থমাস টুখেল নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।’ মাত্র দুই বছর আগে নাগলসম্যানের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিল বায়ার্ন। কিন্তু বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা তাদের শিরোপা ধরে রাখার পথে হোঁচট খাবার পরপরই বায়ার্ন কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। বায়ার্ন চেয়ারম্যান অলিভার কান বলেছেন, ‘ব্যক্তিগতভাবে ও বায়ার্নের পক্ষ থেকে আমি জুলিয়ান ও তার কোচিং টিমকে ধন্যবাদ জানাতে চাই। তাদের সবার ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল।’ এই মুহূর্তে টুখেলের সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের পরে এক পয়েন্ট পিছিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার্ন। টুখেলকে তারা অনেক আগে থেকেই কোচ হিসেবে পেতে চেয়েছিল। কিন্তু বড় ক্লাবগুলোর সঙ্গে প্রতিদ্ব›িদ্বতায় পেরে ওঠেনি বায়ার্ন। সেপ্টেম্বরে চেলসির চাকরি হারানোর পর থেকে টুখেল নতুন কোনো ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হননি। পিএসজি ছাড়ার পর ২০১৫-১৭ সাল পর্যন্ত টুখেল ডর্টমুন্ডের দায়িত্বে ছিলেন। সেই ডর্টমুন্ডের বিপক্ষেই আগামী ১ এপ্রিল টুখেলের অধীনে প্রথম মাঠে নামতে যাচ্ছে বায়ার্ন।- বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com