বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কুল্যায় সানবীম মানব কল্যান সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দ্বিতীয় রমজানে কুল্যা ইউনিয়নের ১৩ জন অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় বাড়ি বাড়ি গিয়ে সংস্থার সদস্যরা আধা কেজি খেঁজুর, আধা কেজি ছোলা, ১ কেজি ম্ুিড়, আধা কেজি মিছিরি, পাঁচটা খাওয়ার স্যালাইন বিতরণ করেন। বিতরণকালে সানবীম মানব কল্যান সংস্থ্যার সভাপতি বাবলুর রহমান, ডাঃ তাজ, সাংবাদিক জ্বলেমিন হোসেন, অনিমেষ, মতিয়ার রহমান, বাদশা প্রমূখ উপস্থিত ছিলেন।