বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

কালিগঞ্জে নিত্যপণ্যের বাজার মনিটরিং করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

কালিগঞ্জ প্রতিনিধি \ সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশে পবিত্র মাহে রমজান মাসে প্রয়োজনীয় নিত্য পণ্যের বাজার মনিটরিং করেছেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন হাট-বাজার ও ছোট বড় দোকানে নিত্য পণ্যের বাজার মনিটরিং করেন। তিনি নলতা হাটখোলা, কালিগঞ্জ বাজার, ফুলতলা মোড়, বালিয়াডাঙ্গা বাজার, বাঁশতলা বাজারসহ বিভিন্ন হাট-বাজারে ক্রেতাদের কাছ থেকে নিত্য পণ্যের দাম বেশী নিচ্ছে কিনা মনিটরিং করেন। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট বণিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়িদের বাজারদর নিয়ন্ত্রনে রাখাসহ দোকানে পণ্যের তালিকা টানানোর নির্দেশনা দেন। এবং নিত্য পণ্যের দাম বেশী রাখলে অসাধু ব্যবসায়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com