এফএনএস স্পোর্টস: ¯্রফে চার-পাঁচ পদক্ষেপ নিয়ে ছোট্ট রান আপে জেন্টল মিডিয়াম পেস ডেলিভারি। ক্রিজের একদম কোনা থেকে চিরায়ত সেই কাটার। ইমরুল কায়েস সামনে পা বাড়িয়ে ডিফেন্স করলেন। কিন্তু বল ছোবল দিল স্টাম্পে। ইমরুল একবার পেছনে তাকালেন, একবার সামনে। বুঝতেই যেন পারছিলেন না, বল কোন দিক দিয়ে গেল! বোলার মাশরাফি বিন মুর্তজা ততক্ষণে উদযাপনে ব্যস্ত সতীর্থদের সঙ্গে। সেটি ছিল কেবল শুরু। এরপর আরও চারবার মাশরাফি পেলেন উল্লাসের উপলক্ষ। ওই ছোট্ট রান আপে বোলিং করেই ১৭ রানে ৫ উকেট নিলেন লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গুঁড়িয়ে দিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটিং লাইন-আপ। গড়লেন দারুণ এক রেকর্ডও। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট শিকারের কীর্তি এখন মাশরাফির। বিকেএসপিতে সোমবার ৩৯ বছর ১৭৩ দিন বয়সে এই রেকর্ড গড়েন লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের সফলতম বোলার। আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। গত মার্চে মোহামেডানের বিপক্ষেই ব্রাদার্স ইউনিয়নের হয়ে বিকেএসপিতেই ২৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের একমাত্র ৫ উইকেট শিকারের দিন এই স্পিনারের বয়স ছিল ৩৭ বছর ২৫৮ দিন। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৪৫০ উইকেটের মাইলফলকও এই ম্যাচে পেরিয়েছেন মাশরাফি। ৩২৪ ম্যাচে তার উইকেট এখন ৪৫২টি। বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক ৪১২ উইকেট নিয়ে অবসরে গেছেন আগেই। রাজ্জাকের একটি রেকর্ড অবশ্য এখনও তাড়া করছেন মাশরাফি। এই সংস্করণে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৯ বার ৫ উইকেট রাজ্জাকের। মাশরাফির হলো এখন ৭ বার। মোহামেডানের বিপক্ষে এই ম্যাচে চতুর্থ বোলার হিসেবে আক্রমণে আসেন মাশরাফি। প্রথম শিকারের দেখা পেতে অপেক্ষা করতে হয় নিজের তৃতীয় ওভারের শেষ বল পর্যন্ত। ইমরুলকে ফেরানোর পর ওভারপ্রতি উইকেট আসতে থাকে তার। সব ওই একই ধরনে, কয়েক পদক্ষেপে রান আপ নিয়ে শুধু কাটার। বাইরের বল স্টাম্পে টেনে আনেন ভারতীয় ব্যাটসম্যান অনুষ্টুপ মজুমদার। বাইরের বল পয়েন্টে ক্যাচ তুলে দেন শুভাগত হোম। লেগ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন এনামুল হক জুনিয়র। শর্ট বলে পুল করে ফাইন লেগে ক্যাচ দেন খালেদ আহমেদ। বোলিং ফিগার ৮.৪-৩-১৭-৫। মোহামেডান অলআউট ৮০ রানে। লেজেন্ডস অব রূপগঞ্জ ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ¯্রফে ৮ ওভারেই। মাশরাফির সবশেষ ৫ উইকেট ছিল ২০১৯ সালের মার্চে। প্রিমিয়ার লিগের ম্যাচেই আবাহনী লিমিটেডের হয়ে গাজী গ্রæপ ক্রিকেটার্সের বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন ৪৬ রানে। এর আগের বছর আবাহনীর হয়েই অগ্রণী ব্যাংকর বিপক্ষে ৪৪ রানে ৬ উইকেটের পথে টানা চার বলে নিয়েছিলেন উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে যে কীর্তি নেই আর কারও। প্রিমিয়ার লিগের গত আসরে ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন মাশরাফি। এবার ১১ উইকেট হয়ে গেল ৪ ম্যাচেই। এখনও পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই।