সোমবার, ২০ মে ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ১ ভ্যান চালকের করুন মৃত্যু সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কদমতলা পি ডি কে মিতালী সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত আবারও ছড়িয়ে পড়েছে তাপদাহ ঃ আবহাওয়ার সুখবর নেই হামাসের হামলায় বার দখলদার সেনা নিহত ঃ আহত পঞ্চাশ খানপুর ছিদ্দিকীয়া এতিমখানা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রতাপনগরে ২ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল বিষ্ণুপুর ২দিন ব্যাপি মাহফিল সম্পন্ন কবি মানিক ঘোষের পিতা-মাতার স্মারণে বিশেষ প্রার্থনা

ডিফেন্ডারের গোলে বাংলাদেশের সর্বনাশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: এর আগে দুবার আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্ডারকে আটকাতে গিয়ে সর্বনাশ ডেকে নিয়ে এসেছিলেন সাদ উদ্দিন। এবার নিজের জেলা সিলেটের মাঠেও আগের দুবারের পুনরাবৃত্তি করলেন এই ডিফেন্ডার। সেশেলসের একজনকে পা দিয়ে মাথায় আঘাত করায় পেনাল্টির বাঁশি বেজে ওঠে। তাতেই সর্বনাশ! চেলসির সাবেক ডিফেন্ডার মাইকেল ম্যানসিয়েনের লক্ষ্যভেদে ম্যাচই হারলো বাংলাদেশ! ফিফা প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতে সেশেলস ১-০ গোলে স্বাগতিকদের হারিয়ে আগের ম্যাচে হারের প্রতিশোধই নিয়েছে। গতকাল মঙ্গলবার একাদশে দুটো পরিবর্তন রেখে সেশেলসের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক জামাল ভ‚ঁইয়া ও আমিনুর রহমান সজীব নেই। তাদের জায়গায় রবিউল হাসান ও সুমন রেজা একাদশে। কিন্তু বিরতির আগ পর্যন্ত সেশেলসের রক্ষণে বারবার ভয় ধরালেও কাক্সিক্ষত গোলের দেখা পায়নি লাল-সবুজ দল। গোলশূন্য স্কোরলাইন রেখেই প্রথমার্ধের শেষে ড্রেসিংরুমে যায় দুই দলই। সিলেট জেলা স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার আগের ম্যাচের চেয়ে গোলের সুযোগ বেশি পেয়েছে বাংলাদেশ। তবে বারবারই আক্রমণ গড়েও গোল হচ্ছিল না। অনেক দিন পর মাঠে নেমে ম্যাচঘড়ির ৭ মিনিটে রবিউল হাসান বক্সের বাইরে থেকে জোরালো শট নিলেও তা ক্রসবারের ওপর দিয়ে যায়। একটু পর সেশেলসও সুযোগ পায়। ডন ম্যাক্সিমের ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে যায়। ১৩ মিনিটে সুমনের পাসে জনির শট এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। ৫ মিনিট পর রিমনের জায়গায় আলমগীর মোল্লার অভিষেক হয়। এতে স্বাগতিকদের খেলাতে গতি আরও বাড়ে। ২২ মিনিটে ভালো সুযোগ নষ্ট হয়। আলমগীর মোল্লার বাঁ-পায়ের মাপা ক্রসে রাগিব পা ছোঁয়াতে পারেননি। পরের মিনিটে রবিউলের শট গোলকিপার তালুবন্দি করেন। ৪৫ মিনিটে তপুর জোরালো শট গোলকিপারের হাত ছুঁয়ে পোস্টের বাইরে চলে যায়। বিরতির পর একপর্যায়ে জামাল ভ‚ঁইয়া-এলিটা কিংসলে-মতিন মিয়া মাঠে নামেন। আক্রমণে তেজ আরও বাড়ে। কিন্তু কাক্সিক্ষত গোলের দেখা মিলেনি। ৫৫ মিনিটে রাকিব ডান দিক দিয়ে বল নিয়ে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে লক্ষ্যে শট নিলেও ক্রসবারের ওপর দিয়ে যায়। ৬০ মিনিটে সেশেলস এগিয়ে যায়। ডেরেল বারট্রান্ডকে মাথায় পা তুলে আঘাত করলে ভুটানের রেফারি স্পটকিকের নির্দেশ দেন। মাইকেল ম্যানসিয়েন সহজেই বুদ্ধিদীপ্ত শটে গোলকিপার আনিসুর রহমান জিকোর বিপরীত দিক দিয়ে লক্ষ্যভেদ করেন। এক গোলে পিছিয়ে থাকার পর রাকিবের জায়গায় কিংসলে ও সুমনের জায়গায় মতিন মাঠে নামেন। গোল শোধে আপ্রাণ চেষ্টা করতে থাকে বাংলাদেশ। ৭৫ মিনিটে বাংলাদেশের একটি পেনাল্টির আবেদন ভুটানি রেফারি গা করেননি। পরের মিনিটে সোহেল রানার থ্রু পাসে কিংসলে বক্সের ভিতরে বল পেয়ে শট নেন। কিন্তু তা চলে যায় দূরের পোস্ট দিয়ে। ৮০ মিনিটে বক্সের ভিতরে বল পেয়ে লক্ষ্যে শট নিতে পারেননি কিংসলে। ৮৭ মিনিটে জামালের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে সমর্থকদের চ‚ড়ান্ত হতাশ হতে হয়। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে হাভিয়ের কাবরেরার দলকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com