এস এম শাহাদাত দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টে এসএসিপির আওতাংয় ভূট্রা ফসলের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ টায় দক্ষিন শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের রফিকুল ইসলামের ভূট্রা ক্ষেতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ওয়াসীম উদ্দিনের সভাপতিত্বে ও দক্ষিন শ্রীপুর উপসহকারী কৃষি অফিসার শেখ আবু লতিফ শামসুজ্জামানের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার শ্যামল কান্তি রায়।বক্তারা বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন এক ইঞ্চি জায়গা খালি রাখা যাবেনা সামান্ন্য পরিচর্যায় ভুট্টার ভাল ফসল হয়। গোখাদ্য, মাছের খাদ্য ও দামী সুপ তৈরি করতে ভুট্টার প্রয়োজন হয়। এবং ভুট্টা গাছ মাড়াই করে গুড় তৈরি করা যায়। তাছাড়া ভুট্টা চাষ করলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় বলে তারা উলেখ করেন। মাঠ দিবসের অনুষ্ঠানে লিট ফার্মার আব্দুল আজিজ, শাহাদাত হোসেন সাজু ও শিউলি সরকারসহ স্থানীয় কৃষক কৃষাণীরা অংশ নেন।