সোমবার, ০৫ মে ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উত্তেজনার মধ্যেই পাকিস্তানের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের একাধিক প্রতিরক্ষা ওয়েবসাইট হ্যাকড তাইওয়ানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল রাজধানী তাইপে ইরানের হাতে ১২০০ কিমি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গাজায় অভিযান নয়, এবার দখলই লক্ষ্য: ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার ঘোষণা সিন্ধু নিয়ে দ্বন্দ্বে নতুন মোড়, ভারত বলছে ‘স্বাধীন’, পাকিস্তান বলছে ‘যুদ্ধ’ বিলাওয়ালের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে বন্ধ, বাড়ছে ভারত—পাকিস্তান উত্তেজনা ওয়াক্ফ মামলার শুনানি ১৫ মে, দায়িত্বে থাকবেন নতুন প্রধান বিচারপতি মাঠে না গিয়েই চ্যাম্পিয়ন বায়ার্ন লিভারপুল অধ্যায়ের ইতি টানলেন আরনল্ড

গোপন অস্ত্র বহনে ফ্লোরিডায় বিল পাস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩

এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লোকদের অনুমতি ছাড়াই গোপন অস্ত্র বহন করার অনুমতি দিতে একটি বিল পাস হয়েছে। ফ্লোরিডা সিনেট গত বৃহস্পতিবার ২৭-১৩ ভোটে এসংক্রান্ত একটি বিল পাস করেছে। রিপাবলিকানরা বিলটিকে স্বাগত জানিয়েছে। গভর্নর রন ডিসান্টিসও তাদের পক্ষে রয়েছেন। ওয়াশিংটন পোস্ট অনুসারে, বিলটির সমর্থকরা এটিকে ‘সংবিধানের বাহক’ বলে আখ্যা দিয়েছেন। এই বিল পাসের মাধ্যমে ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের ২৬তম অঙ্গরাজ্যে পরিণত হবে, যেখানে অনুমতি ছাড়াই আগ্নেয়াস্ত্র বহন করার অনুমতি দেওয়া হবে। তবে সে জন্য বিলটিকে আইনে পরিণত করতে ডিসান্টিসকে বিলে স্বাক্ষর করতে হবে। এই পদক্ষেপটি লোকেদের যেকোনো সর্বজনীন স্থানে গোপন অস্ত্র বহন করার অনুমতি দেবে। লাইসেন্সপ্রাপ্ত বন্দুক মালিকদের ইতোমধ্যে অস্ত্র বহন করার অনুমতি রয়েছে। এর অর্থ আদালত, ভোটকেন্দ্র এবং পাবলিক স্কুলগুলোতে বন্দুক বহন করা এখনো নিষিদ্ধ থাকবে। সিএনএন অনুসারে, দ্বিতীয় সংশোধনীকে সমর্থন করতে পেরে ডিসান্টিস গর্বিত বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আপনার সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে সরকারের কাছ থেকে অনুমতির ¯িøপের প্রয়োজন নেই।’ বর্তমানে ফ্লোরিডায় বন্দুক মালিকদের লাইসেন্স পাওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড যাচাই এবং আগ্নেয়াস্ত্র সুরক্ষা কোর্স করতে হয়। তবে বিলটি আইনে পরিণত হয়ে গেলে এসবের আর প্রয়োজন হবে না। সিএনএন অনুসারে বিলের পৃষ্ঠপোষক অঙ্গরাজ্য প্রতিনিধি চাক ব্রানান বলেছেন, ‘এই বিলটি থেকে বোঝা যায়, যদিও সরকারের দায়িত্ব তার নাগরিকদের রক্ষা করার। তবে নাগরিকদের নিজেদের রক্ষা করার অধিকারও রয়েছে।’ যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনা বেশি হওয়ায় ডেমোক্র্যাট এবং বন্দুক নিয়ন্ত্রণের আইনজীবীরা বিলটির সমালোচনা করেছেন। সূত্র : আল-আরাবিয়া

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com