শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

উইলিয়ামসনের আইপিএল শেষ?

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: আইপিএলের ষোড়শ আসরের উদ্বোধনী ম্যাচে চোটে পড়ে পুরো টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় কেন উইলিয়ামসন। গুজরাট টাইটান্সের এই তারকা ব্যাটারকে পুরো টুর্নামেন্টে আর পাওয়া যাবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। চেন্নাইয়ের বিপক্ষে অনেকটা লাফিয়ে একটি ছক্কা বাঁচানোর চেষ্টা করেছিলেন উইলিয়ামসন। ছক্কা বাঁচাতে পারলেও মাটিতে পড়ার সময় হাঁটুতে চোট পান তিনি। চেন্নাইয়ের ইনিংসের ১৩তম ওভারে ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করার সময় অনেকটা লাফিয়ে উড়ে আসা বল ধরলেও মাটিতে নামার সময় উইলিয়ামসনের পা ঠিকমতো পড়েনি। মাটিতে পড়ার পর কিউই তারকা যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। দ্রæত মাঠে প্রবেশ করেন দুই দলের ফিজিও। কিছুক্ষণ শুশ্রূষা চলে। তার পরও যন্ত্রণা কমেনি উইলিয়ামসনের। তাই সতীর্থদের কাঁধে ভর করে তাকে মাঠ ছাড়তে হয়। পরে ব্যাটিংয়েও নামতে পারেননি। তার বদলে গুজরাটের হয়ে ব্যাট করতে নামেন সাই সুদর্শন। উইলিয়ামসনের ইনজুরি নিয়ে গুজরাটের মেন্টর গ্যারি কার্স্টেন বলেন, ‘উইলিয়ামসনকে দেখে ভালো লাগছে না। আশা করব খারাপ কিছু হবে না। পরীক্ষার পর বোঝা যাবে চোট কতটা গুরুতর।’ তবে গুজরাট টাইটান্সের সূত্রের বরাত দিয়ে ভারতীয় মিডিয়া জানিয়েছে, উইলিয়ামসনের সেরে উঠতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। এমনটা সত্যি হলে চলতি আইপিএলে উইলিয়ামসনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। উল্লেখ্য, ৩২ বছর বয়সী উইলিয়ামসনকে দুই কোটি রুপিতে নিলাম থেকে কিনেছিল গুজরাট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com