রবিবার, ১৮ মে ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

প্রযুক্তি মোতাবেক নারকেল সংরক্ষণের ব্যাবস্তা না থাকায় খুলনায় ৮০ টাকায় নারকেল না মিল্লেও ১০ টকায় মিলছে ফোপল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

সিরাজুল ইসলাম খুলনা থেকে \ খুলনার পার্শবতি জেলা গুলোতে কম বেশী নারকেলের চাষ আছে কিন্তু প্রযুক্তি মোতাবেক সংরক্ষণের ব্যাবস্তা না থাকায় মোজুত কৃত নারকেলের ভিতর নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট নারকেল দিয়ে তৈরি হচ্ছে তেল আর ভিতরের পোফল বিক্রয় হচ্চে বিভিন্ন বাজারে।প্রতিবছর শরতে নারকেল পাকে ব্যাবসায়ীরা তখন কম দামে নারকেল ক্রয় কোরে মোজুত করে, শীতকালে নারকেলের দাম চড়া হলে তখন বিক্রয় করে দেশের উত্তর অঞ্চলে নারকেল কম থাকায় ঐ এলাকার ব্যাবসায়ীরা খুলনর পার্শবতি বাজার গুলো,থেকে নারকেল ক্রয় করে নিয়ে যায় ব্যবসায়ীদের অভিযোগ কিছু নারিকেলের ভেতরে নষ্ট হয়ে যাচ্ছে অনেক নারকেলের রস বেরোনোর পর চারা হচ্ছে আবার অনেকটা পচে যাচ্ছে শুধুমাত্র ফোপল পাওয়া যাচ্ছে, তাদের ধারণা প্রযুক্তি মোতাবেক সংরক্ষণের ব্যবস্থা করলে মজুদকৃত নারকেল নষ্ট হবে না এ ব্যাপারে মহেশ্বরপাশা বাজারের আর মোবারক হোসেন জানান আমাদের প্রতিবছর যে নারকেল নষ্ট হয়ে যায় তা দিয়ে কিছুতেই বাকি সব অন্য কাজে ব্যবহার হয় নারকেল ঠিকমতো সংরক্ষণ করতে পারলে বাজারের সংকট কমে যেত এ বলে জানান ব্যবসায়ীরা, খুলনা হেলাতলা বাজারের ফোপল বিক্রেতা মজিবর জানায় আমি বাগেরহাট নারকেল এর মিল থেকে ফোপল সংগ্রহ করে এনে এখানে প্রতিদিন বিক্রয় করি, অনেক ফোপল নষ্ট পেয়ে থাকি সেগুলো ফেলে দিতে হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী প্রযুক্তি মোতাবেক নারকেলের সংরক্ষণের ব্যবস্থা করে দেশের নারকেল সংকট কমানোর ব্যবস্থা করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com