বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলয় বেশি দামে তরমুজ বিক্রি করার কারণে ভ্রাম্যমান আদালতে ৫তরমুজ ব্যবসায়ীর প্রত্যেককে ১হাজার টাকা মোট ৫হাজার টাকা জরিমানা কৃষি বিপণন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে করা হয়েছে। অধিক মুনাফাখোর ব্যবসায়ীদের কারণে গ্রীষ্মকালীন সুস্বাদু ফল তরমুজ ছিল সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বিষয়টি জানার পর তরমুজ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে গতকাল সোমবার সকালে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী। অভিযান পরিচালনাকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অভিজান পরিচালনা করে তরমুজ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার কারণে সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সাধারণ ক্রেতারা। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজহার আলী নলতা মোবারকনগর বাজারের শতরূপা বস্ত্রালয়ে অনেক বেশী দামে পোশাক বিক্রি করার অপরাধে মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন।