রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

সাতক্ষীরা জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটির সভা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে জেলা জেলা প্রশাসক ও পরিবহন কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি: কে এম মাহবুব কবীর, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জিয়াউদ্দিন, ট্রাফিক পুলিশের পরিদর্শক শ্যামল কুমার চৌধুরী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মোঃ জাকির হোসেন টিটু, সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান মহব্বত। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মেকানিক্যাল এসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান শেখ মামুন আল হাসান উল­া, অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম, সীল মেকানিক শেখ আমিনুর হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে ঈদের ঘর মুখে মানুষ যাতে নির্বিঘেœ ঘরে ফিরতে পারে, সাতক্ষীরা পৌরসভার মধ্যে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে, খেলাপি মোটরযানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সাতক্ষীরা পৌরসভা কর্তৃক অনুমোদিত ইজিবাইক ভ্রাম্যমানভাবে পৌরসভার মধ্যে চলাচল এবং অনিবন্ধিত ইজিবাইক পৌরসভার মধ্যে চলাচল না করতে পারে, কোন মোটরযান কোন অবস্থায় খুলনা রোড মোড়ে অবস্থান না করতে পারে, কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে মিনিবাস, বাস ছাড়ার পর সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ রুটের মিনিবাস, বাস সঙ্গীতা মোড়, সাতক্ষীরা থেকে আশাশুনি রুটের মিনিবাস, বাস পৌরসভার দিঘীর পাড়ে, সাতক্ষীরা থেকে খুলনা রুটের মিনিবাস, বাস নারিকেলতলা মোড়ে ও সাতক্ষীরা থেকে যশোর রুটের মিনিবাস, বাস কদমতলা বাজারে তিন মিনিট থামানো যাবে, মোটরযানে কোন অবস্থায় হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করা এবং হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com