শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলামকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক মোঃ আঃ রহিম। প্রধান শিক্ষক আলহাজ্ব আলাউদ্দীনের সঞ্চালনায় সভায় সংবর্ধিত অতিথি উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, প্রধান শিক্ষক অরুন কুমার মন্ডল, রবীন পাড়, সহকারী শিক্ষক বিধান চন্দ্র প্রমুখ বক্তব্য রাখেন। সংবর্ধিত বিদায়ী অতিথি আশাশুনিতে ৩ বছরে দায়িত্ব পালন শেষে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আঃ রকিবের কাছে দায়িত্ব বুঝে দেন। এদিকে ৩ বছর আশাশুনিতে দায়িত্ব পালন কালে গুটি কয়েক প্রধান শিক্ষককে পাশে রেখে অধিকাংশ প্রধান শিক্ষককে মুল্যায়ন না করে সে সকল প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকদের প্রাধান্য দিয়ে অফিসিয়াল কাজ সম্পন্ন করায় তার বদলিতে হাফ ছেড়ে বেঁচেছেন এমনটি মনে করছেন একাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com