কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলার মথুরেপুরের বসন্তপুর শুল্ক গুদামে ভারতীয় আটক কৃত ২২টি গরু নিলামে বিক্রয় সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার পূর্ব নিধারিত সময় দুপুর ১টায় বসন্তপুর শুল্ক গুদামে নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। কৈখালী বি.জি.বি এর জোয়ানদের সদস্যরা ভারত থেকে চোরায় পথে আসা গরু গুলি কিছু দিন পূবে আটক করে। বসন্তপুর শুল্ক গুদামে জমা দেয়। গতকাল শত শত মানুষের উপস্থিতিতে প্রায় ৩০ থেকে ৩৫জন নিলাম দাতার অংশ নেন সর্বচ্চ নিলাম দাতা শেখ আজাদ আলী ইমরান ভ্যাট/আয়কর সহ ১৩,৪৩০০০ (তের লক্ষ তেতালিশ হাজার টাকায় গরু ক্রয় করে। এ সময় উপস্থিত ছিলেন বসন্তপুর বি.জি.বি ক্যাম্পের হাবিলদার মোঃ আনিস, উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ের উপ সহকারী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম (মুকুল), কালিগঞ্জ থানা এসআই খলিলুর রহমান, বসন্তপুর রাজস্ব কর্মকর্তা খলিলুর রহমান, সহকারী রাজস্ব কর্মকর্তা হাসনায়েত আলী, সহ স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।