এফএনএস স্পোর্টস: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন সাকিব আল হাসান। জাতীয় দল ও ব্যক্তিগত কিছু ‘কমিটমেন্ট’ থাকায় আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সাকিব। আর তাই সাকিবের পরিবর্তে ২ কোটি ৮০ লক্ষ টাকায় ইংল্যান্ডের ওপেনার জেসন রয়কে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে কেকেআর। এবারের আইপিএলের মিনি নিলামে ভিত্তিমূল্যের দেড় কোটি রুপিতে সাকিবকে কিনেছিল কলকাতা। তাতে ‘ঘরের ছেলে’ ফিরেছিল ঘরে। তবে স¤প্রতি কলকাতা ফ্র্যাঞ্চাইজিটির একটি সূত্র জানায়, আইপিএলের সময় দেশের খেলায় ব্যস্ত থাকবেন সাকিব। তাই কলকাতা নাইট রাইডার্স সাকিবকে অনুরোধ করেছিল, তিনি এই মৌসুমে না খেললে তার জায়গায় অন্য কোনো খেলোয়াড়কে যোগ করবে ফ্র্যাঞ্চাইজিটি। কলকাতার এই অনুরোধ রাখেন সাকিব। আর এবার সাকিবের পরিবর্তে ইংলিশ ওপেনারকে দলে নিলো কলকাতা।