শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

রেফারিকে ধাক্কা মেরে ৮ ম্যাচ নিষিদ্ধ মিত্রোভিচ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে হারের ম্যাচটিতে রেফারি ক্রিস কাভানাগকে ধাক্কা মারার অপরাধে আট ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ফুলহ্যামের স্ট্রাইকার আলেক্সান্দার মিত্রোভিচ। সার্বিয়ান এই স্ট্রাইকারকে ঐ ঘটনায় সরাসরি লাল কার্ড দেখানো হয়েছিল। হ্যান্ডবলের কারণে উইলিয়ানের বিরুদ্ধে পেনাল্টির নির্দেশ দিলে রেফারির উপর ক্ষুব্ধ হয়ে মিত্রোভিচ তাকে ধাক্কা মারেন। ফুলহ্যাম ম্যানেজার মার্কো সিলভাকেও ঐ সময় লাল কার্ড দেখানো হয়। সিলভাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। লাল কার্ডের আগে সিলভার দল ১-০ গোলে এগিয়ে ছিল। পরবর্তীতে ওল্ড ট্র্যাফোর্ডের ঐ ম্যাচে ফুলহ্যাম ৩-১ গোলে পরাজিত হয়। লাল কার্ডের জন্য আইনানুযায়ী এমনিতেই তিন ম্যাচ নিষিদ্ধ হতেন মিত্রোভিচ। সঙ্গে অতিরিক্ত তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে রেফারিকে শারীরিক ভাবে লাঞ্চিত করার জন্য। যে ধরনের ভাষা তিনি ব্যবহার করেছে তা অনুপযুক্ত, অপমানজনক ও হুমকিস্বরুপ বিধায় আরো দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। একইসঙ্গে তাকে ৭৫ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে। ২৮ বছর বয়সী মিত্রোভিচ সব শাস্তি মেনে নিয়েছেন। গত সপ্তাহে মিত্রোভিচ এই ঘটনায় অনুতপ্ত হয়ে কাভানাগারের সাথে কথা বলে ক্ষমা প্রার্থনা করেছেন। ইতোমধ্যেই বোর্নমাউথের সঙ্গে ২-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে তিনি নিষিদ্ধ ছিলেন। নতুন শাস্তি অনুযায়ী আগামী ১৩ মে পর্যন্ত তিনি নিষিদ্ধ থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com