প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধিঃ প্রতাপনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মরহুম আলহাজ্ব আজিজুল হাকিম সরদারের সহধর্মিণী বাংলাদেশ সৈনিক কর্মকর্তা মহিব্বুলাহ, সাবেক ইউপি সদস্য আবু আব্দুলাহ, সরদার বাড়ী জামে মসজিদের পেশ ইমাম শহিদুর রহমান মুকুল, পলাশের মা মাহমুদা খাতুন (৮০) বার্ধক্য জনিত ও শারীরিক অসুস্থতায় খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ১০ টা ১০ মিনিটে মৃত্যু বরন করেন ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বেলা সাড়ে পাঁচটায় প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিলাহর উপস্থাপনা জানাজা নামাজ পূর্বে বক্তব্য রাখেন, প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ রুহুল আমিন, নওয়াবেকী কাদিরিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ অহিদুজ্জামান, মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, জানাজা নামাজে অন্যতমদের মধ্যে উপস্থিত ছিলেন এ পি এস কলেজ অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমান, আল আমিন মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কামরুজ্জামান সহ এলাকার আলেম ওলামা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন মুসুলি বৃন্দ।