চীফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা সাহিত্য পরিষদের আয়োজনে আলোচনা সভায় জেলা সাহিত্য পরিষদের সভাপতি মো: শহীদুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ ড: দিলারা বেগম, জেলা পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক কামরুজ্জামান রাসেল। বক্তারা বলেন, জেলা সাহিত্য পরিষদ একটি শক্তিশালী সংগঠন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি এগিয়ে নিয়ে যেতে হবে। বাঙালী সাংস্কৃতি রক্ষা করতে হলে সাহিত্য চর্চার প্রতি গুরুত্ব দিতে হবে। আমরা সংগঠনটির সমৃদ্ধি কামনা করি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক ম জামান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাসার, সাবেক অধ্যক্ষ এমএ মজিদ, সহকারী অধ্যাপক তৌফিক আহমেদ, কণ্ঠশিল্পী মনজুরুল হক প্রমুখ। এছাড়া জেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পরে ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মো: আব্দুল জলিল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সালাউদ্দিন রানা।