শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

শ্যামনগরে নির্মাণাধীন রাস্তার চলমান কাজ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান দোলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গুমানতলী গ্রামে নির্মাণাধীন এইচ বি বি রাস্তার চলমান কাজ পরিদর্শন করা হয়েছে। গতকাল ৮ এপ্রিল শনিবার বিকাল ৪ টায় দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অর্থয়ানে ৭১ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার গুমানতলী গ্রামের চুনা নদীর পাশে নজরুল ইসলামের বাড়ী হইতে বিষ্টপদর বাড়ী পর্যন্ত এইচ বি বি রাস্তার চলমান কাজ পরিদর্শন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। পরিদর্শনকালে তিনি বলেন, অত্র এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি এবং প্রধানমন্ত্রীর ইস্তেহার “গ্রাম হবে শহর” এই বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়নের ৬ নং ওয়ার্ড গুমানতলী গ্রামে এই রাস্তাটি নির্মাণের মাধ্যমে অত্র গ্রামে কোন কাঁচা রাস্তা থাকল না। এই রাস্তাটি নির্মাণের ফলে এলাকার সাধারণ মানুষ উপজেলায় খুবই সহজে চলাচল করতে পারবে। রাস্তাটি নির্মাণ করে দেওয়ায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মোঃ রাশেদুল ইসলাম, ঠিকাদার আসাদুজ্জামান ও আকিবুজ্জামান সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com