শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

মুক্তিযোদ্ধা সংসদকে উড়িয়ে দিয়েছে মোহামেডান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: প্রিমিয়ার লিগে ফিরতি লেগের প্রথম ম্যাচেই গোলউৎসব করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গত শনিবার মুক্তিযোদ্ধা সংসদকে উড়িয়ে দিয়েছে ৬-১ ব্যবধানে। হ্যাটট্রিক করে ম্যাচে আলো ছড়িয়েছেন সোলেমান দিয়াবাতে। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সাদা-কালোরা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে মুক্তিযোদ্ধা। ম্যাচের অষ্টম মিনিটে সাদা-কালোদের রক্ষণে হানা দিয়ে গোল আদায় করে নেয় মুক্তিযোদ্ধা। কর্নারে বক্সের ভেতর থেকে এক সতীর্থের ফ্লিকের পর হেডে লক্ষ্যভেদ করেন আতিকুজ্জামান। পিছিয়ে পড়া মোহামেডান ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। ২২ মিনিটে গোছালো আক্রমণ থেকে সমতায় ফিরে তারা। সতীর্থের আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে টোকায় লক্ষ্যভেদ করেন সুলেমানে দিয়াবাতে। ৩৬ মিনিটে বক্সের ঠিক উপর থেকে জোরালো শটে মোহামেডানকে এগিয়েও নেন মালির এই ফরোয়ার্ড। ৪২ মিনিটে আচমকা এক শটে গোল পেয়ে যায় মোহামেডান। প্রায় ৪০ গজ দূর থেকে আচমকা শট নেন মুজাফফর মুজাফফরভ। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কিছু বুঝে ওঠার আগেই বল তার সামনে ড্রপ খেয়ে লুটোপুটি খায় জালে। এই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় মুক্তিযোদ্ধা সংসদ। মধ্য বিরতি থেকে ফিরেই হ্যাটট্রিক পূরণ করেন দিয়াবাতে। লিগে এটি তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে এএফসি উত্তরাকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে প্রথমটি করেছিলেন তিনি। লিগে তাঁর গোল এখন ৯টি। বসুন্ধরা কিংসের দোরিয়েলতন গোমেজ ও শেখ জামাল ধানমÐি ক্লাবের স্টুয়ার্ট কর্নেলিয়াসের গোলও ৯টি। ৬৯ মিনিটে পঞ্চম গোলটি করেন। এমানুয়েল সানডে এবং ৮৪ মিনিটে মুক্তিযোদ্ধার জালে বল পাঠান বদলি নামা সাজ্জাদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com