বটিয়াঘাটা (খুলনা ) অফিস \ শনিবার(৯ এপ্রিল ২০২৩) সকাল দশটায় বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সিআইজি কংগ্রেসে বটিয়াঘাটা উপজেলার ৭ টি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের নিয়ে ৭০ টি সিআইজি গ্রুপ করা হয়। দ্বায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসারগণ মাটির উর্বরতা, বার্মিজ কম্পোস্ট সার সহ কৃষি সম্প্রসারণের উন্নয়নের কাজের বিষয়ে সিআইজিদের পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি খুলনার উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসাদুজ্জামান, বটিয়াঘাটা উপজেলার সকল উপসহকারী কৃষি অফিসারগন এবং কৃষকে কৃষাণী গন।