শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

জেলা আ’লীগের সাবেক সভাপতি সৈয়দ সাকী’র মৃত্যু বার্ষিকীতে ইফতার মাহফিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরা জেলা আ’লীগের সাবেক সভাপতি সৈয়দ কামাল বখত সাকী’র ২৪ তম মৃত্যু দিবসে মরহুমের রুহের মাগফিরাত কামনায় কালিগঞ্জে খতমে কুরআন, মিলাদ, স্মৃতিচারণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ কামাল বখত স্মৃতি সংসদ এর সভাপতি বে-নজির তোহ্ফা ও সাধারণ সম্পাদক বে-নজির রীশতা’র আয়োজনে অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদীর সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান নাজমুল আহসানের সঞ্চালনায় মজলিশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক। এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টুর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি শেখ সাঈদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক হারুণ অর রশিদ, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ূব ডলি, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, জেলা পরিষদ সদস্য শেখ ফিরোজ কবির কাজল, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, চেয়ারম্যান সাফিয়া পারভীন। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল হামিদ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ ও আ’লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সূধীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com