শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায় ঈশ্বরীপুর আওয়ামী কৃষকলীগ কার্যালয়ে ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি এবিএম মনজুর এলাহী, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কাশিমাড়ী ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আব্দুর রাজ্জাক। এসময় আরও বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা বাবু নির্মল পাল,জি এম গোলাম মোস্তফা প্রমুখ। সভায় বক্তারা বলেন, বর্তমান আ.লীগ সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি খাতে উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। কৃষির উৎপাদন বৃদ্ধিসহ এর সাফল্য ধরে রাখতে সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। যার কারনে কৃষির এ সাফল্যতে আজ খাদ্যে সয়ংস্পূর্ণ দেশ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ঈশ্বরীপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আলামিন।