এফএনএস স্পোর্টস: দুই গোলে এগিয়ে গিয়েও লিভারপুলের বিপক্ষে পরে খেই হারিয়ে শেষ পর্যন্ত ড্রয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট না হলেও জমজমাট লড়াইটির ফলাফল ঠিক আছে বলেই মত আর্সেনালের কোচ মিকেল আর্তেতার। প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে রোববারের ম্যাচে ২৮ মিনিটের মধ্যে লিভারপুলের জালে দুবার বল পাঠান গাব্রিয়েল মার্তিনেলি ও গাব্রিয়েল জেসুস। বিরতির আগে একটি গোল শোধ করেন লিভারপুলের মোহামেদ সালাহ। এরপর শেষ দিকে রবের্তো ফিরমিনোর গোলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। এই ড্রয়ের পরও অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। তবে সিটি ব্যবধান কমানোর সুযোগ পেয়ে গেছে। ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্তেতার দল। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্টে দুইয়ে আছে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। দারুণ শুরুর পরও লিভারপুলকে হারাতে না পেরে হতাশ আর্তেতা। তবে ম্যাচের পর স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় এই স্প্যানিয়ার্ড এটাও মেনে নিলেন, একটা পয়েন্ট ইয়ুর্গেন ক্লপের দলেরও প্রাপ্য ছিল। “খুব প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ একটা ম্যাচ হলো। খেলা আমাদের নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু বিরতির ঠিক আগে আমরা সত্যিই একটি বাজে গোল হজম করি এবং এরপর ম্যাচের মোমেন্টাম বদলে যায়।” “লিভারপুল তিন বা চার গোল করতে পারত। আবার এটাও সত্য যে আমরা দুই বা তিন গোল করতে পারতাম। তাই শেষ পর্যন্ত হয়তো এই ফলাফলই ন্যায্য।” মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে আর্সেনালের জন্য ফের পা হড়াকানো মানেই লিগ জেতায় অনিশ্চয়তা তৈরি হওয়া। সামনের পথচলায় তাই এই ম্যাচের ভুল থেকে শিক্ষা কাজে লাগাতে চান আর্তেতা। “আমরা তিন পয়েন্ট তুলে নিতে পারতাম। প্রথমার্ধের মতো আরও ১৫ মিনিট খেলা উচিত ছিল আমাদের, তা করতে পারলে ম্যাচের গতিপথ হয়তো ভিন্ন দিকে যেত। আমরা তা করিনি। আমাদের তাই এটা মেনে নিতে হবে।”