স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলার ৩৬নং চুপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মান কাজ তিন বছরেও শেষ করেনি সংশ্লিষ্ট ঠিকাদার। আর শ্রেনিকক্ষের অভাব হেতু শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়টির নতুন ভবন নির্মান যথাসময়ে সম্পন্ন না হওয়ায় এবং দ্রুত নির্মান কাজ শেষ করার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন স্থানীয় সরকার নির্বাহী প্রকৌশলী সাতক্ষীরাকে পত্র প্রেরন করেছেন। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ আবুল কাদের ভবন নির্মানের দীর্ঘসুত্রিতার বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর পত্র প্রেরণ করেন। ভবন নির্মান সামগ্রী বিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে থাকায় যে কোন সময়ে কোমলমতি শিক্ষার্থীর জন্য বিপদের ও নিরাপত্তাহীনতার কারন হতে পারে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমীন ভবন নির্মানে বিলম্বের বিষয়ে বলেন ভবনটির নির্মান কাজ ২০১৮ শুরু হয়। কিন্তু সম্পন্ন হইনি, তিনি আরও বলেন একদিকে সরকারের উন্নয়নমূলক কাজ, শিক্ষা প্রতিষ্ঠান নির্মান, শিক্ষার্থীদের পাঠদানে স্থান সংকুলান হচ্ছে না।