শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

দলকে মানসিক ভাবে চাঙ্গা রাখতে চাইছেন টাচেল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার সিটি কাছে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে মঙ্গলবার ৩-০ গোলে বিধ্বস্ত হবার পরও বিস্ময়করভাবে ফিরে আসার আশা করছেন বায়ার্ন মিউনিখের কোচ থমাস টাচেল।
আগামী বুধবার দ্বিতীয় লেগে মিউনিখের আলিয়াঁজ এ্যারেনাতে সিটিকে আতিথ্য দিবে বেভারিয়ান্সরা। কাল ম্যাচ শেষে এ্যামাজন প্রাইমে টাচেল বলেছেন, ‘আজ আমি কিছুটা হলেও দু:খ পেয়েছি। এই ক্লাবটিকে কতটা ভালবাসি সেটা বুঝতে পেরেছি। আজকের ম্যাচে অবশ্য একটি বিষয় হয়েছে, আমরা শক্তিশালী ছিলাম, আমরা আবেগি ছিলাম, আমরা চতুর ছিলাম।’ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স লিগে পিএসজরি কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হবার পর এত বাজেভাবে বায়ার্ন কখনই হারেনি। ২০১৪ সালের এপ্রিলে রিয়াল মাদ্রিদের কাছে ৪-০ গোলে পরাজিত হয়েছিল। এনিয়ে বায়ার্নের হয়ে টাচেল চতুর্থ ও চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে কোচের দায়িত্ব পালন টাচেল। আন্তর্জাতিক বিরতিতে জুলিয়ান নাগলসম্যানকে বরখাস্ত করে টাচেলকে নিয়োগ দেয় জার্মান জায়ান্টরা। ডাগআউটে থাকা টাচেল বলেছেন, ‘৬০ মিনিট পর্যন্ত বায়ার্ন ভাল খেলেছে। আমরা কিছুটা ফর্ম ও বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। এই ধরনের ম্যাচে কিছুটা হলেও ভাগ্যের প্রয়োজন রয়েছে। যা দিয়ে ম্যাচের আবহ পাল্টে ফেলা যায়।’ তিনি আরো বলেন, এই ফলাফলটা আগে হজম করার প্রয়োজন আছে। ফুটবলে এমনটা হতেই পারে। আমি জানি এটা শুনতে হয়তো কিছুটা খারাপ লাগছে। কিন্তু আমি সত্যিকার অর্থেই মনে করি এই ফলাফলটা আমাদের প্রাপ্য ছিল। আমাদের সামনে এগিয়ে যাবার পথ খুঁজে বের করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com