মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

সাতক্ষীরায় জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মত বিনিময়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

চীফ রিপোর্টার \ সাতক্ষীরায় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলামের সাথে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম জেলার উন্নয়নে কমিটির দাবি গুলো তুলে ধরেন। দাবিগুলো হলো- মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা অনুযায়ী নাভারন থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত রেল লাইন দ্রুত কার্যক্রম শুরু করার ব্যবস্থা করতে হবে। যশোর নাভারন থেকে মুন্সিগঞ্জ এবং ভোমরা থেকে খুলনা পর্যন্ত চারলেন রাস্তা সহ জাতীয় সড়কে উন্নীত করা। সাতক্ষীরা থেকে সুন্দরবনকে পর্যটকদের জন্য দর্শনীয় স্থান নিশ্চিত করা এবং পাশাপাশি পর্যটকদের জন্য মোটেল নিশ্চিত করা। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর কে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে ঘোষনা করা। সাতক্ষীরায় একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম সহ প্রতিটি জেলা স্টেডিয়াম নির্মান করা। সাতক্ষীরায় একটি বিশ্ববিদ্যালয় এবং একটি কৃষি কলেজ স্থাপন করা। খুলনা থেকে চুকনগর ভায়া সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর পর্যন্ত রেল লাইন নির্মান করা। সাতক্ষীরা জেলাকে এ গ্রেডে নিমিত্ত তালা উপজেলা পাটকেলঘাটা থানাকে উপজেলা হিসাবে ঘোষনা করা। সাতক্ষীরা জেলা একটি অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করা। সাতক্ষীরা জেলা দৃশ্যমান পয়েন্টে ভাস্কর্য ও সৌন্দর্য্য বর্ধন করা। বিনেরপোতা থেকে আশাশুনি সড়ক রামচন্দ্রপুর ও দোহাখোলা হয়ে বাকাল চেকপোষ্ট পর্যন্ত সংযোগ সড়ক স্থাপন করা। ভোমরা পোর্টের জিরো পয়েন্টে গেট নির্মান ও সৌন্দর্য্য বর্ধন করা। সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষনা করা। প্রাণ সায়ের খাল খনন সহ দুই পাশে সৌন্দর্য্য বর্ধন ও পানি প্রবাহ নিশ্চিত করা। সাতক্ষীরা জেলার সকল হাসপাতাল এবং কমিউনিটি ক্লিনিক গুলো বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা নিশ্চিত করা। সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল কে বাইপাস রাস্তার পাশে স্থানান্তর করা। বিসিক শিল্পনগরীতে স¤প্রসারন ও বিনিয়োগের ব্যবস্থা করা। শিশুদের বিনোদনের জন্য সাতক্ষীরায় প্রতিটি উপজেলায় একটি শিশু পার্ক স্থাপন করা। সাতক্ষীরায় প্রাকৃতিক গ্যাসের ব্যবস্থা করা। সাতক্ষীরায় একটি বিমান বন্দর নির্মানের ব্যবস্থা করা। ভোমরা স্থল বন্দর বন্দর থানা স্থাপনের ব্যবস্থা করা। সাতক্ষীরা পৌরসভার মধ্যে বাইপাস সংলগ্ন আরো একটি সরকারি কবর স্থানের ব্যবস্থা করা। নেতৃবৃন্দরা বলেন, বর্তমানে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের দ্ব›েদ্বর কারনে নাগরিকরা বিভিন্ন ভাবে হয়রানির স্বীকার হচ্ছে। পৌরসভার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা খুবই জরাজীর্ণ। পরে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির ২৩ দফা দাবী সম্বলিত কাগজ চেয়ারম্যানের হাতে তুলে দেন নেতৃবৃন্দরা। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম নাগরিক কমিটির সমস্যা ও দাবীগুলো অত্যন্ত ধৈর্য্যরে সাথে শোনেন। তিনি বলেন নাগরিক কমিটির দাবী গুলো অত্যন্ত যুক্তি সঙ্গত। পৌরসভা বর্তমানে খারাপ অবস্থা এর একটা সুষ্ঠু সমাধান করতে হবে। এছাড়া জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির দাবীগুলো নিয়ে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সহ সকল সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের নিয়ে মত বিনিময় করে ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া দাবীগুলো মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচরে আনার চেষ্টা করবো বলে আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সহ-সভাপতি সাবেক অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, তৈয়েব হাসান বাবু, খুরশিদ জাহান শিলা, যুগ্ম সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক ডা: মো: আমিরুল ইসলাম মুকুল, মহিলা সম্পাদিকা মুর্শিদা আক্তার, অফিস সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু, জন সংযোগ সম্পাদক মো: আবুল কালাম, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, শেখ নুরুল হক, নির্বাহী সদস্য এসএম মহিদার রহমান, জমাত আলী, মোঃ শফিউদ্দিন, আবু জাফর সিদ্দিকী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারন সম্পাদক মো: মশিউর রহমান বাবু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com