স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা মহিলা আ’লীগের উদ্যোগে বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা মহিলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদা আক্তার বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, প্রথম আলো দেশের উন্নয়নের সাফল্য প্রচার করেনা। তারা দেশের সমস্যা ও দেশ বিরোধী তথ্য প্রচার করে। সা¤প্রতিক একটি মিথ্যা সংবাদ প্রচার করে দেশের সম্মান নষ্ট করেছে। এঘটনায় সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, জেলা আ’লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, শেখ হারুন-উর রশিদ, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তৌহিদুর রহমান ডাবলু সহ জেলা আ’লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদিকা ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জ্যোস্না আরা।