এফএনএস স্পোর্টস: সব মিলিয়ে প্রতিক‚ল এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। ঘরোয়া ফুটবলে হতাশাজনক পারফরম্যান্সে চাকরি গেছে হুলিয়ান নাগেলসমানের। তার স্থলাভিষিক্ত হয়ে টমাস টুখেলেও চ্যাম্পিয়নস লিগে তাদের আশানুরূপ ফল এনে দিতে পারলেন না। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৬ বছরে সবচেয়ে বাজে হার দেখেছে ম্যানচেস্টার সিটির কাছে। ঠিক ওই ম্যাচেই মারামারি করে সতীর্থের ঠোঁট ফাটানোর মতো ঘটনা ঘটিয়েছেন বায়ার্ন তারকা সাদিও মানে! জার্মান সংবাদ মাধ্যমগুলোর খবর, ম্যানসিটি ম্যাচের পর ড্রেসিং রুমে মারামারিতে জড়ান বায়ার্নের দুই তারকা সাদিও মানে, লেরয় সানে। উত্তেজনার একপর্যায়ে মানে সানের মুখে ঘুষিও মেরেছেন। তাতে সানের ঠোঁট কেটে রক্ত ঝরেছে। অবশ্য ম্যাচের সময়ও দুজনকে তর্কে জড়াতে দেখা গেছে। পরে সতীর্থদের চেষ্টায় নিবৃত্ত করা হয় তাদের। জার্মান সংবাদ মাধ্যম বিল্ড জানিয়েছে, আফ্রিকার দুইবারের বর্ষসেরা মানে জার্মান উইঙ্গার সানেকে নিয়ে অভিযোগ করেছিলেন। মূলত সানের কথা বলার ধরন তার পছন্দ হচ্ছিল না। অবশ্য ওই ঘটনা নিয়ে বায়ার্ন মিউনিখ এখনও কোন মন্তব্য করেনি। লিভারপুল থেকে বায়ার্নে যোগ দেওয়ার পর উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছেন মানে। নভেম্বরে পাওয়া পায়ের ইনজুরিটাই তাকে বেশি ভুগিয়েছে। খেলতে পারেননি কাতার বিশ্বকাপেও। সানে অবশ্য ২০২০ সালের পর থেকে মিউনিখে খেলছেন। ম্যানচেস্টার সিটি থেকে বাভারিয়ায় আসেন ৪৯ মিলিয়ন ইউরোর বিনিময়ে।