এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের টানা জয়রথ থামিয়ে প্রীতি ম্যাচে অপ্রত্যাশিতভাবে জয় পেয়েছে অস্ট্রেলীয়া নারী ফুটবল দল। ফিফা নারী বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে ব্রেন্টফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে লায়নেসদের ২-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। এতে ইংলিশদের টানা ৩০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটিরও ইতি ঘটল। ইংলিশ সুপার লিগের ক্লাব চেলসি তারকা স্যাম কেরের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয়ার্ধে সফরকারীদের হয়ে দ্বিতীয় গোল করেন শার্লট গ্রান্ট। গত সপ্তাহে ওয়েম্বলিতে ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শুরু করা ইউরোপীয় চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জন্য এটি ছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আয়োজিত নারী বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ। আগামী ২২ জুলাই ব্রিসবেনে হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। গত শুক্রবার স্কটল্যান্ডের কাছে হেরে যাওযা ম্যাচে বিশ্রামে থাকা কের গত বুধবার ম্যাচের ৩২ মিনিটে গোল করে এগিয়ে দেন অস্ট্রেলিয়দের। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে কেরের যোগান থেকেই বল পেয়ে হেডে অস্ট্রেলিয়াকে ২-০ গোলের লিড এনে দেন গ্রান্ট। ইংল্যান্ডের কোচ হিসেবে প্রথম পরাজয়ের পর সেরিনা ইউগম্যান বলেন, ‘এখানে স্বস্তিবোধ করার কোন কারণ নেই। শারীরিক ভাবে দারুণ গোছালো অস্ট্রেলিয়ার কাছে আমরা দারুণ শিক্ষা পেয়েছি। আমাদেরও কিছু ভুল ছিল।’