এফএনএস স্পোর্টস: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নাম প্রত্যাহার করে নেওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে খেলেই সময় কাটাচ্ছিলেন সাকিব আল হাসান। মোহামেডানের জার্সিতে চারটি ম্যাচ খেলেছেন। শুক্রবার শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলেই তড়িঘড়ি করে হেলিকপ্টার যোগে বিকেএসপি ছেড়েছিলেন সাকিব। ওখান থেকে মুম্বাইতে একটি শুটিংয়ে অংশ নিতেই দেশ ছাড়েন সন্ধ্যা সাতটার ফ্লাইটে। মুম্বাই সফরে সাকিবের সঙ্গী হয়েছেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকারও। মুম্বাইয়ে ‘লেইস’ চিপসের একটি বিজ্ঞাপনে অংশ নেওয়ার পর রোববার দেশে ফেরার কথা ক্রিকেটারদের। বিসিবির প্রটোকল ম্যানেজার ওয়াসিম খানের বরাত দিয়ে জানা গেছে মুম্বাইয়ে বিজ্ঞাপনের শ্যুটিং শেষ করে পবিত্র ওমরা করতে সৌদি আরবের মক্কায় যাবেন সাকিব। তবে বিজ্ঞাপন চিত্রের কাজ শেষ করে তাসকিন ও সৌম্য দেশে ফিরে আসবেন রোববার । সাকিব ওমরা পালন শেষে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে যুক্তরাষ্ট্রে চলে যাবেন। ঈদ শেষে জাতীয় দলের ক্যাম্প চললেও তিনি ক্যাম্পে যোগ দেবেন না। ইংল্যান্ডের চেমসফোর্ডে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। মে মাসের শুরুতেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। এদিকে সাকিবের দল মোহামেডানের জার্সিতে খেলছেন সৌম্য। লম্বা সময় ধরে ব্যাট ও বল হাতে ব্যর্থ হচ্ছেন এই ক্রিকেটার। চলতি মৌসুমেও রান খরায় ভুগছেন তিনি। শুক্রবার তো একাদশ থেকেই বাদ পড়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। অন্যদিকে তাসকিন সাইড স্ট্রেইনের ইনজুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকেই ছিটকে যান। পুরোপুরি সুস্থ হতে দুই মাসের মতো লাগবে তার। এই কারণে আসন্ন আইরিশ সিরিজেও তাকে স্কোয়াডে রাখা হয়নি। এই মুহূর্তে তিন ফরম্যাটে বাংলাদেশ দলের সেরা পেসার তাসকিন।