এফএনএস স্পোর্টস: চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে শেষ হয়ে যাচ্ছে লিওনেল মেসির বর্তমান চুক্তির মেয়াদ। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন এখনও ঝুলে থাকায় চলছে নানান গুঞ্জন। সেই গুঞ্জনেরই একটি তার বার্সেলোনায় ফেরা। তো এই বিষয়ে মেসি নিজে কী ভাবছেন? মেসির বয়স ৩৫ ছাড়িয়েছে। তারপরও তার চাহিদা তুঙ্গে। সেটাই স্বাভাবিক। আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য টাকার বস্তা নিয়ে বসে অনেক ক্লাব। তারই একটি সৌদি আবরের ক্লাব আল হিলাল এই ক্লাবটি নাকি মেসিকে দলে ভেড়াতে বিশাল অঙ্কের প্রস্তাব করেছে। ইউরোপিয়ান সংবাদমাধ্যমের খবর সত্যি হলে, এই চুক্তিতে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হবেন মেসি। শুধু আল হিলাল কেন, যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিও নাকি রেকর্ড পারিশ্রমিকে মেসিকে নিতে চায়। ওদিকে বার্সেলোনায় ফেরার গুঞ্জন তো লেগেই আছে। মেসি যদিও নিজের পরবর্তী গন্তব্য নিয়ে চুপ ছিলেন। অবশেষে মুখ খুললেন এই ফুটবল জাদুকর। ফ্রান্সের খ্যাতনামা প্রসাধনী ফ্যাশন হাউস লুই ভিতোঁর এক বিজ্ঞাপনচিত্রের প্রচারণার সময় নিজের পরবর্তী গন্তব্য নিয়ে কথা বলেছেন মেসি। স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। নিজের পরবর্তী গন্তব্য সম্পর্কে মেসি বলেন, ‘আমি জানি না এর পরে কী? আমার ভবিষ্যত কোথায়? আমি কল্পনা করতে, করতে পছন্দ করি। কিন্তু আমি সত্যিই জানি না আমার ভবিষ্যত কোথায়। সৃষ্টিকর্তা যেখানে রেখেছেন, সেখানেই হবে।’