এফএনএস স্পোর্টস: গোলের পর গোল করে চলা আর্লিং হলান্ডের চোটে পড়ার প্রবণতা নতুন নয়। গত মৌসুমেও মিস করেছেন অনেকগুলো ম্যাচ। তাকে ফিট রাখতে তাই চেষ্টার কোনো কমতি রাখছে না ম্যানচেস্টার সিটি। দলটির কোচ পেপ গুয়ার্দিওলা বললেন, এই স্ট্রাইকারের সুস্থতা নিশ্চিত করতে ২৪ ঘন্টা কাজ করছেন তারা। গত গ্রীষ্মের দলবদলে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেন হলান্ড। ওই সময়ে তার ঘন ঘন চোটে পড়ার বিষয়টি আলোচনায় এসেছিল। কারণ গত মৌসুমে চোটের কারণে জার্মান ক্লাবটির হয়ে ১৬টি ম্যাচ মিস করেছিলেন এই তারকা ফুটবলার। তবে সিটির হয়ে এই মৌসুমে এখন পর্যন্ত মাত্র চারটি ম্যাচ মিস করেছেন হলান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেছেন ৪৫টি। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলস্কোরারও তিনি। লিগে শনিবার লেস্টার সিটির বিপক্ষে খেলবে হলান্ডের দল। এই ম্যাচের আগে নরওয়ের এই ফুটবলারের ফিটনেস প্রসঙ্গে গুয়ার্দিওলা বলেন, হলান্ডকে চোটমুক্ত রাখার আপ্রাণ চেষ্টা করছে ক্লাব। “আমি জানি না ডর্টমুন্ডে সে কী করেছে, তবে আমরা ২৪ ঘন্টা তার যতœ নিচ্ছি। আমাদের দারুণ সব ডাক্তার ও ফিজিওথেরাপিস্ট আছে, তারা দিনের প্রতিটি সেকেন্ডে তার দেখভাল করে।” “(একজন খেলোয়াড়ের পেছনে) প্রচুর অর্থ ব্যয় করার পর তাকে ছেড়ে দেওয়ার কারণ ঠিক বোধগম্য নয়- আমার জানা নেই অন্য ক্লাবগুলো কী করে।” ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার হওয়ায় হলান্ডের চোটে পড়ার ঝুঁকি কিছুটা বেশি থাকে। তবে গুয়ার্দিওলা বলেছেন, তাদের পাশাপাশি হলান্ড নিজেও ফিট থাকতে মরিয়া। “ফিট থাকতে হলে পুষ্টিকর খাবার, বিশ্রাম, ঘুমসহ অনেক কিছুর দরকার…আমরা জানি যে তার খেয়াল রাখতে হবে, কারণ সে বিশাল আকৃতির। ফিজিওরা তার যতœ নেয়।” “সে অনুশীলন কেন্দ্রে অনেক সময় ধরে কাজ করে – মাঠের চেয়েও অনেক বেশি। আধুনিক ফুটবলে খেলোয়াড়রা মাঠের চেয়ে পর্দার আড়ালেই বেশি অনুশীলন করে।”