শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে উড়ল বসুন্ধরা কিংস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: প্রথমে দুবার জালে বল পাঠালেন রবসন দি সিলভা রবিনিয়ো। পরে দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোকে দিয়েও করালেন জোড়া গোল। দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে উড়ল বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগে জয়ের পথে ফিরল অস্কার ব্রæসনের দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার ফর্টিস এফসিকে ৪-১ গোলে হারিয়েছে কিংস। দিনের অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ১-১ ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কিংস। দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৭-এ বাড়িয়ে নিল তারা। ১৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে পঞ্চম স্থানে আছে মোহামেডান। বিরতির আগেই রবিনিয়োর জোড়া গোল। বরাবরের মতো আক্রমণাত্মক ছকে শুরু করে কিংস। দানিলোকে গতিতে পরাস্ত করে শট নিয়েছিলেন রবিনিয়ো, দ্রæত ছুটে এসে ¯øাইড করে আটকান মিতুল মার্মা। এরপর অষ্টাদশ মিনিটে বক্সের ঠিক উপরে ফাউলের শিকার হন রবিনিয়ো। মিগেল দামাশেনোর ফ্রি কিক প্রতিপক্ষের খেলোয়াড়দের গায়ে লেগে কর্নার হয়, কিন্তু সে কর্নারও কাজে লাগাতে পারেনি কিংস। খেলার ধারার বিপরীতে ২৫তম মিনিটে দারুণ সুযোগ পায় ফর্টিস। ওমরের থ্রু পাস ধরে গায়রা জুফের নেওয়া শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে ছুটছিল জালের দিকে। শেষ মুহূর্তে দারুণ ক্ষিপ্রতায় কর্নারের বিনিময়ে আটকান ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। এর খানিক পরই রবিনিয়োর ঝলক। ৩১তম মিনিটে বক্সের ঠিক উপরে দোরিয়েলতনকে পেছনে থেকে দানিলো কুইপাপা ফাউল করেন। রবিনিয়ো নিখুঁত নিচু শটে জাল খুঁজে নেন, গোলরক্ষক মিতুল কিছু বুঝেই উঠতে পারেননি। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে মিতুলের চার্জে দোরিয়েলতন পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রবিনিয়োর স্পট কিক আটকাতে পারেননি মিতুল। চলতি লিগে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ৭টি। দ্বিতীয় অর্ধে দোরিয়েলতনের জোড়া গোলে কিংসের জয় নিশ্চিত হয়ে যায় অনেকটাই। ৫৯তম মিনিটে বক্সের বাইরে থেকে দামাশেনোর ছোট ফ্রি কিক ফাঁকায় থাকা দোরিয়েলতনের পায়ে যায়। নিখুঁত নিচু শটে জাল খুঁজে নেন তিনি। ৭১তম মিনিটে আবার জালে বল পাঠিয়ে স্কোরলাইন ৪-০ করেন দোরিয়েলতন। ১১ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন এককভাবে শীর্ষে তিনি। যোগ করা সময়ে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন গায়রা জুফ। লিগে চতুর্থ হারের স্বাদ পাওয়া ফর্টিস ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে দশম মিনিটে গোল হজম করে বসে মোহামেডান। বক্সের বাইরে থেকে জন আরাঙ্গোর বাঁকানো ফ্রি কিকে এগিয়ে যায় পুলিশ এএফসি।৫৬তম মিনিটে সমতার স্বস্তি ফিরে মোহামেডান শিবিরে। এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন জাফর ইকবাল। দূরের পোস্ট লক্ষ্য করে শট নেন তিনি, পোস্টের কাছে থাকা শাহরিয়ার ইমন টোকায় সারেন বাকি কাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com