রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দেবহাটায় পল্লী বিদ্যুতের লাইন সম্প্রসারনে কাটা হচ্ছে গাছ। এজিএম বললেন অনুমতি আছেঃ সড়কের নির্বাহী প্রকৌশলী বললেন অনুমতি দেওয়া হইনি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

দেবহাটা অফিস \ পল্লী বিদ্যুতের নতুন লাইন সম্প্রসারনে লক্ষে দেবহাটার চাঁদপুর সাবস্টেশন হতে সখিপুর, পারুলিয়া, সেকেন্দ্রা কুলিয়া ও বহেরা এলাকার সড়ক ও জনপথ ভিাগের গাছ কাটার উৎসব চলছে। বিদ্যুতের লাইন স¤প্রসারন, খুটি স্থাপন বা বিদ্যুৎ সঞ্চালন বিপদমুক্ত রাখার ক্ষেত্রে গাছের ডালপালা কাটা ও ছাটার নিয়ম বিদ্যমান কোন ভাবেই গোড়া থেকে গাছ কাটার সুযোগ নেই। কোন কর্তৃপক্ষ বা ব্যক্তি ইচ্ছা করলেই গাছ কাটতে পারেননা, অবশ্যই তা বিধি বিধান, অনুমোদন সর্বশেষ টেন্ডারের মাধ্যমে কেবল গাছ কাটার ঘটনা ঘটতে পারে। সরকারের যথাযথ আইন মেনেই গাছ কাটার বৈধতা পায়। বৃক্ষ কাটা আইনে এমনও বলা হয়েছে ব্যক্তি মালিকানার গাছ কাটতে হলেও অনুমতি প্রয়োজন, খোজ নিয়ে জানা গেছে পারুলিয়া ও কুলিয়া এলাকার পল­ী বিদ্যুৎ সঞ্চালন লাইন পৃথিকীকরন ও নতুন লাইন স¤প্রসারনের ক্ষেত্রে দেবহাটা জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলামের তত্ত¡াবধানে একাধিক ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছে। সড়কের ধার গর্ত বিভিন্ন ধরনের ফলজ, বনজ বৃক্ষের নিধন রিতিমত উদ্বেগের কারনে পরিনত হয়েছে। ডালপালা কাটার পরিবর্তে সরাসরি গোড়া থেকে বৃক্ষ নিধন কেবল আইন অমান্য নয় এক ধরনের স্বেচ্ছাচারিতা বটে। এখানেই শেষ নয় কর্তন করা গাছ এবং ডাল পালা কোথায় কি অবস্থায় আছে এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্টরা জানেন। সড়কের ধারের এমন ও বড় বড় গাছ এর অর্ধেক অংশ কর্তন করে ডালপালা এবং অর্ধাংশ গুড়ি অবশিষ্ট আছে। পল­ী বিদ্যুৎ দেবহাটা জোনাল এজিএম জহুরুল ইসলাম গাছ কর্তন বিষয়ে দৃষ্টিপাত কে জানান বিদ্যুৎ লাইন স¤প্রসারনের জন্য গাছকাটা হচ্ছে এবং সড়ক জনপথ বিভাগের অনুমতি নেওয়া হয়েছে। সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলামের কাছে সড়ক ও জনপথের গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি দৃষ্টিপাতকে জানান পল­ী বিদ্যুৎ কে কোন গাছ কাটার অনুমতি দেওয়া হইনি এবং সড়ক ও জনপথ অনুমতি দেওয়ার ক্ষমতা সংরক্ষন করে না, আইন ও বিধি মেনে তা করতে হয়। তিনি আরও বলেন বিদ্যুতের তার স্বাভাবিক রাখতে কতটুকু ডাল কাটার প্রয়োজন ততটুকু কাটতে অনুমিত দেওয়া হয় এবং তা মৌখিক ভাবে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com