সিরাজুল ইসলাম খুলনা থেকে \ খুলনা বিভাগের আশেপাশের জেলাগুলোতে গৃষ্মমৌসুমের শুরুতেই সর্বচ্চ তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে, গলে যাচ্ছে পিচঢালা রাস্তার বিটুমিন। হাপিয়ে উঠেছে সকল শ্রেণীর প্রাণিকুল। বসন্ত পার হওয়ার সাথে সাথে গৃষ্মের শুরুতেই অতিষ্ঠ হয়ে ওঠেছে জেলা শহর ও গ্রাম গঞ্জের মানুষ, ফ্যানের বাতাস এ ও গরম এ-র আবাস তারপর আবার ধান কাটার মৌসুম। ভ্যাপসা গরমে জীবনের ঝুকি নিয়ে মাঠে ধান কাটতে নেমেছে কৃষকরা। তবে ভ্যাপসা গরম রোজাদারদের কাছে হেরে যাচ্ছে। গরমের কারনে খাওয়ার কোনো রুচি নাই ক্লান্তির পর ক্লান্তি। তবুও ব্যাস্ত আছে ঈদের কেনাকাটায়। মনে না চাওয়া সর্তেও সংসারের জন্য কাজ করতে হচ্ছে দিনমজুরদের। আকাশে মেঘের ছায়া দেখতে ব্যাকুলতা প্রকাশ করছে সারা দেশের মানুষ। সূর্য অস্ত যাওয়ার পরে একটু সিতলের আশা করলেও মিলছে তার উল্টোটা, সারা রাত গরম আর গরম।