শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

শ্যামনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৩ ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। এই দিনটি যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে গতকাল ১৭ এপ্রিল সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগন, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান মোঃ সাঈদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইনুল ইসলাম। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com