কয়র (খুলনা) প্রতিনিধি \ কয়রায় আত্মসমর্পনকারী ৪৫ জন বনদস্যুকে ঈদ উপহার সামগ্রী দিলো র্যাব-৮ বরিশাল। গতকাল ১৭ এপ্রিল বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সকল ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র্যাব-৮ বরিশালের সহকারি পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন র্যাবের ডিএডি শাহরিয়ার হোসেন,এসআই মোঃ জাকির হোসেন,এস আই আঃ সাত্তার, এএসআই দেবাশীষ, রুস্তম আলী সহ সঙ্গীয় র্যাব সদস্যরা। ঈদ সামগ্রী বিতরনকালে র্যাবের পক্ষ থেকে জানানো হয় আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য র্যাবের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে।