শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিএসএফের রেখে যাওয়া ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর দেবহাটা বিএনপির সদস্য নবায়ন উদ্বোধনী আয়োজনে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলারোয়ায যুবদল নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ মুন্সীগঞ্জে তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ শ্রীউলায় ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ভাড়াশিমলায় ২৫০ প্রান্তিক কৃষানের মধ্যে সবজির বীজ বিতরণ খুলনার সাবেক মহিলা কাউন্সিলর গ্রেফতার বসন্তপুর ফকিরপাড়া জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল

কাল খুশির ঈদঃ আজ চাঁদ দেখা গেলে আগামীকাল খুশির ঈদ-উল ফিতর উৎযাপিত হবে।

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

দৃষ্টিপাত রিপোর্ট \ আজ চাঁদ দেখা গেলে আগামীকাল খুশির ঈদ, ঘরের দুয়ারে কড়া নাড়ছে উৎসবের ঈদ, আজ জুমাতুল বিদা, আগ্রহ আর অপেক্ষার প্রহর শেষ এবার আনন্দস্রোতের ঈদ, সর্বত্র খুশির ঝিলিক, আহা কি আনন্দ, কি আনন্দ আকাশে বাতাসে সর্বত্র। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খুশির ঈদে একে অপরের সাথে ঐক্যতানে একাকার হওয়ার মোখ্যম সময় আর সুযোগ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর কবিতা ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ। তোরে সোনা দানা বালাখানা সব রাহে লিল­াহ, দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই যে ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। সত্যিকার অর্থে ঈদ কেবল খুশির বা আনন্দের উৎসবের নয়, ঈদ কেবল মাত্র ধর্মীয় উৎসব নয়, ঈদ সার্বজনীন উৎসব, আর তাই কোন ধরনের বৈষম্য বা বিধি নিষেধ নয়, সকলে এক ঈদগাহে, এক কাতারে, বুকে বুক মিলিয়ে খুশির ঈদ উদযাপন করে, ঈদের নামাজ আদায় করে, ধনী গরীব সকলেই একে অপরের বুকে, বুক মিলিয়ে কোলাকুলি করে আন্তরিকতা, সৌহাদ্য, সহমর্মিতা আর সহযোগিতার সুভাষ উদগিরন করে। ঈদ আনন্দ আয়োজনে যোগ দিতে পরিবারের সদস্যদের সাথে মিলিত হতে নাড়ীর টানে গ্রামে গ্রামে ফিরিয়ে স্বজনরা। সব ধরনের কষ্ট ক্লান্তি যেন সামান্যতম প্রতিবন্ধকতা নয় সতেজ আর সৌহার্দ্যময় শরীর, মনন নিয়ে ফিরেছে সকলে। সঙ্গত কারনেই ঈদুল ফিতর বিশেষ মহিমায় পর্যবেসিত। ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ রোজার পর ঈদুল ফিতর। গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে এবার রোজদাররা জীবনপন সংগ্রাম করে আল­াহর সন্তুষ্টি লাভে রোজা পালন করে সুমহান সিয়াম সাধনায় উত্তীর্ণ। সামাজীক, পারিবারিক এবং সার্বজনীনতায় ঈদ বারবার আসে এবারও এসেছে, তাই বলতেই হয় ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির বহতা, ঈদমানে পরিবার গ্রাম, মহল­া বাসির কাছাকাছি আসা, ঈদমানে হৈহুলে­াল কে সঙ্গী করে গ্রামময় ঘুরে বেড়ানো, নতুন পোষাক সংগ্রহ করা, সালামী নেওয়া এবং দেওয়া, কোলাকুলি কর মর্দন সহ মানুষের প্রতি মানুষের ভালবাসা আর আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটানো। আনন্দ, আর খুশিই ঈদের শেষ কথা নয় আমাদের প্রিয় নবী শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, সংযম সাধনার পর ঈদের দিনে রোজাদার গণ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। আমাদের মাঝে মানবকুলের মাঝে বারবার ফিরে আসে খুশির ঈদ, আর সেই সাথে জানান দিয়ে যায় ধনী গরিব ভেদাভেদ নয়, হিংসা বিদ্বেষ, বিভেদ, বিভাজন নয় মুসলিমের প্রতি মুসলিমের আন্তরিকতা, মানক কুলের প্রতি মানবতাই ঈদের শিক্ষা, রহমত, মাগফেরাত, আর নাযাতের মাস রমজানের শেষে নতুন চাঁদ দেখা মাত্র ছোট বড়, ধনী গরিব প্রতিটি মুসলমান আনন্দে উজ্জীবিত হয়, যেমনটি হবে আজ (যদি চাঁদ দেখা যায়) ঈদের দিন হোক প্রতিটি দিন, সংঘাত নয়, সহিংসতা নয়, হানাহানি, বিরোধ, বিদ্বেষ, হিংসা, অনিয়ম নয়, সকলের প্রতি সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের প্রতি এমনই উদ্দীপ্ত শফতে আমরা মনস্থির করি। দেশ এবং জাতির উন্নয়নে কল্যান কামনা করি। খুশির ঈদ উৎসবে পালন করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com