এফএনএস বিনোদন: কে-পপ তারকা মুনবিন মারা গেছেন। জনপ্রিয় কে-পপ ব্যান্ড ‘অ্যাস্ট্রো’-এর সদস্য ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ২৫ বছর। ‘কোরিয়াবু’-এর সূত্রে জানা গেছে, ১৯ এপ্রিল কোরিয়ার স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে সিওলের গ্যাংনাম গুর ফ্ল্যাট থেকে মুনবিনের মৃতদেহ উদ্ধার করা হয়। ম্যানেজার বিষয়টি জানার পর তখনই পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মুনবিনের সংস্থা ফ্যান্টাজিওর তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আমরা ফ্যান্টাজিও, ক্ষমা চেয়ে একটি দুঃসংবাদ জানাচ্ছি। ১৯ এপ্রিল অ্যাস্ট্রো-এর সদস্য মুনবিন আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি এখন আকাশের তারা হয়ে গেছেন। বহুদিন আমরা একসঙ্গে ছিলাম। তার এই আকস্মিক প্রয়াণে আমরা গভীর শোকপ্রকাশ করছি।’ পুলিশ সন্দেহ করছে আত্মহত্যা করেছেন মুনবিন। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ। মুনবিন গানের পাশাপাশি নাচ ও মডেলিং করতেন। নিকট আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস