স্টাফ রিপোর্টার ঃ সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরার আয়োজনে ঈদের ছুটি শেষে প্রথম কর্ম দিবসে বিকাল পাঁচটায় আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে ঈদ পুনমিলনী অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শাখা হতে পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে ঈদ পুর্নমিলনী আনন্দ আয়োজনে পরিনত হয়। বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ এবং আয়োজনে উপস্থিত ব্যাংকাররা ডেপুটি জেনারেল ম্যানেজারের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং ঈদ পুর্নমিলণীর আনন্দ ভাগাভাগি করেন, শুভেচ্ছা বিনিময় করেন। সভাপতি মীর সাহজাদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলামের পরিচালনায় একে অপরের বক্তব্য তথা শুভেচ্ছা জ্ঞাপন করেন। সোনালী ব্যাংকে ব্যবসা সফল এবং কর্মরত বা (আমরা) যেন অধিকতর গ্রাহক বান্ধব হই সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। আগতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরার সাধারন সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম।