সিরাজুল ইসলাম খুলনা থেকে \ খুলনা -মোংলা ৬৫ কিলোমিটার দৈর্ঘ্যের রেল সংযোগের অন্যতম মাধ্যম রুপসা রেল সেতু। ৫.১৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই সৈতু দেশের দির্ঘতম সেতু বলে উলেখ করেছেন সংশ্লিষ্টরা। চার হাজার কোটি টাকা ব্যায় তৈরি দেশের দক্ষিণ অঞ্চলে অন্যতম মেগা প্রজেক্ট রুপসা রেল সেতু। আগামী ডিসেম্বরে সেতুর কাজ শেষ হবে বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ। স্টিলের গার্ডার ও আর সিসি ডেকের সমন্বয় সেতুর উপরি ভাগ তৈরি করা হয়েছে। এর মোট পাইল ব্যাম গ্রাউটিং ৮৫৬ টি মুল সেতুর পাইল ৭২ টি।আগামী আগষ্ট মাসে রেল চালিয়ে পরীক্ষা করবে বলে জানা যাচ্ছে। দক্ষিণ খুলনার এই উন্নয়ন ভোগ করবে সারা দেশের মানুষ।