বটিয়াঘাটা (খুলনা) অফিস \ বটিয়াঘাটা উপজেলার কল্যানশ্রী এলাকার কৃষক সিরাজ শেখ (৪৮) কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। নিজের জমানো কিছু টাকা ও ধারদেনা করে তিনি ধান চাষ করেন; কিন্তু খেতের পাকা ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না তিনি। খবর পেয়ে সুরখালী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মিরা তার ধান কেটে দেয়। মঙ্গলবার সকাল সাতটা থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন ছাত্রলীগের নেতা আরমান বিশ্বাসের নেতৃত্বে প্রায় ২০ জন নেতাকর্মী ধান কাটেন। ছাত্রলীগ কর্মী রিয়াদ, পাপুল, মোহাব্বাত, আলিদ, সোয়াইব, রাব্বি, নাঈম, জুবায়ের, ইসান, রাসেল, গৌরব, সাইফুল, জিহাদ, আসিফ, নয়ন, হানিফ সহ আরো অনেকে ধান কাটা কাজে অংশ গ্রহন করেন। ছাত্রলীগ নেতা আরমান বিশ্বাস বলেন, আমরা জানতে পারি কৃষক সিরাজ শেখ শ্রমিক সংকটের কারণে খেতের পাকা ধান কাটতে পারছেন না। আমরা ছাত্রলীগের প্রায় ২০ জন নেতাকর্মি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে জমির ধান কেটে দিয়েছি। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মতো আমরা মানবিক এসব কাজ করে যাচ্ছি।