আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ৮০০ কেজি অপরিপক্ক আম বিনষ্টের পাশাাপাশি ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিজ্ঞ নির্বাহীী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে পিকআপের চাকায় পিষে আমগুলো বিনষ্ট করেন। এসময় আমের মালিককে নগত ১০ হাজার টাকা জরিমানা করেন। ২৫ এপ্রিল (মঙ্গগলবাবল) রাত সাড়ে ৯টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আসাদুজ্জামান মোড়লের ছেলে মাসুদ রানা(১৭) পিকআপ ভর্তি অপরিপক্ক আম রাসায়নিক দ্রব্য দিয়ে পাকিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এমন সংবাদ পেয়ে নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান চাঁপড়া বেইলি ব্রিজের সন্নিকটে (আশাশুনি বাসস্ট্যান্ড) পিকআপ ভর্তি আমগুলো জব্দ করে উপজেলায় নিয়ে আসেন এবং বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে সেগুলো বিনষ্ট করেন। এসময় নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, এসআই মহিতুর রহমান উপস্থিত ছিলেন।