স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ১ কেজি গাজা ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল ৫টায় ২৫মিনিটে শহরের মধুমলারডাঙ্গী বাস টার্মিনাল সংলগ্ন তাসরীফ সেন্টারের সামনে প্রধান সড়কের উপর থেকে মৃত্যুঞ্জয় দাশ ১৯ কে ২ কেজি গাঁজা সহ আটক করা হয়। সে পাটকেলঘাটা জগদানন্দ কাটি গ্রামের গোবিন্দ দাশের পুত্র। একই দিন রাত ৯টায় ৫ মিনিটে একই এলাকাতে অভিযান চালিয়ে সজলের গ্যারেজের ইসতিয়াক ওরফে ইন্তা (২৭) সে পলাশপোল এলাকায় আক্তার কারিগর পুত্র, অপর জন দক্ষিন পলাশপোল গ্রামের লুৎফর রহমানের পুত্র ফয়সাল হোসেন (২৩), উদ্ধার কৃত মাদক দ্রব্য মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা। আসামীদের বিরুদ্ধে সদর থানায় পৃথক দুটি মাদক মামলা পূর্বক আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। এছাড়া ৭ জন পরোয়ানা ভূক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।