এফএনএস স্পোর্টস: ২৪ বছর বয়সী আর্জেন্টিনার স্ট্রাইকার ভালেন্টিন ক্যাস্তেলানোস। তার অসাধারণ নৈপুণ্যে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করেছে জিরোনা। গতরাতে লা লিগায় ক্যাস্তেলানোসের চার গোলে জিরোনা ৪-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। গতরাতে নিজেদের মাঠে শুরুতেই ক্যাস্তেলানোর নৈপুণ্যে ২-০ গোলে এগিয়ে যায় জিরোনা। ম্যাচের ১২ ও ২৪ মিনিটে গোল করেন তিনি। ৩৪ মিনিটে ব্যবধান কমান রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র। ২-১ গোলে পিছিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে রিয়াল। বিরতির পর রিয়ালের জালে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ২৪ বছর বয়সী ক্যাস্তেলানো। ২০২০ সালে ভালেন্সিয়ার কার্লোস সলেরের পর লা-লিগায় রিয়ালের বিপক্ষে কোন খেলোয়াড়ের হ্যাটট্রিক হলো। এরপর ৬২ মিনিটে রিয়ালের জালে এক হালি গোল পূর্ণ করেন ক্যাস্তেলানো। আর্জেন্টিনার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রিয়ালের জালে ৪ গোলের কীর্তি গড়লেন ক্যাস্তেলানো। ৪-১ গোলে পিছিয়ে পড়ে হতাশ হয়ে পড়ে রিয়াল। ম্যাচে ফিরতে চেষ্টা করলেও, তাতে কোন ধার ছিলো না। ম্যাচের শেষ দিকে ৮৫ মিনিটে রিয়ালকে দ্বিতীয় গোল এনে দেন লুকাস ভাসকুয়েজ। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন জিরোনা।