কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে রাস্তা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় মৌতলা, দুদলী, পাউখালীর রাস্তাসহ চাঁচাই, কোমরপুর, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নিমার্ণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক আসনের সংসদ সদস্য, এসএম, জগলুল হায়দার। এসময় তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নমূখী সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় কালিগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মানের কাজ ফিতা কেটে উদ্বোধন করেন। রাস্তা ও ভবন উদ্বোধন গুলি হল, উপজেলা মৌতলা এলজিইডি এর বাস্তবায়নে ৪ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ৬’শ ৯৫ টাকা ব্যয়ে এফ ডি ডি আর আই আর পি প্রকল্পে রাস্তাটি নির্মাণ করা হয়। এছাড়া ৮১ লাখ ৬৯ হাজার, ৯০২ টাকা ব্যয়ে চর যমুনা খালধার দুদলী নতুন হাট মৌতলা বাসস্ট্যান্ড ভায়া রায়পুর চর যমুনা খাল সড়ক নির্মাণ কাজ। ৫৭ লাখ ৭১ হাজার ৭’শ ১৫ টাকা ব্যয়ে আহমদ আলী হাউস দূদলী ব্রিজ সড়ক নির্মাণ কাজ। ৯৫ লাখ ২২ হাজার ৩’শ ৯৪ টাকা ব্যয়ে বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, ৮৬ লাখ ৫৩ হাজার ৬’শ ৫১ টাকা ব্যয়ে বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকি কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ। ১ কোটি ২৬ লঅখ টাকা ব্যয়ে কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আকবার কবির, যুবলীগ নেতা জাহিদ হোসেন, মৌতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, কুশুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী কাউফিলওরা সজল, মথুরেশপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মকলেছুর রহমান মুকুল, বিষ্ণুপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল হক সরদার সহ ইউপি সদস্য, সাংবাদিক, সুধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।