আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কাঁকড়াবুনিয়া ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও আসন্ন এসএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় স্কুল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাঈদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আবু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের অবঃপ্রাপ্ত প্রধান শিক্ষক আরশাদ আলী মোড়ল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আঃ হামিদ গাজী, দাতা সদস্য মুক্তিযোদ্ধা আমির হোসেন জোয়ার্দার, অভিভাবক সদস্য নজরুল ইসলাম বদর, কুতুব উদ্দীন, জাহিদ হাসান, শিক্ষক প্রতিনিধী ইলিয়াস হোসেন, রুহুল আমিন, ও রাবেয়া খাতুন প্রমূখ। এবছর প্রতিষ্ঠাটির বিজ্ঞান বিভাগ থেকে ১৬জন, বানিজ্য বিভাগ থেকে থেকে ১৪জন এবং মানবিক বিভাগ থেকে ৮৭জন শিক্ষার্থী আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানাগেছে। বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের পূূর্বে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।