স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় ৫০ বোতল ফেনসিডিল সহ ১১০ পিচ মাদকদ্রব্য টেপেনডেন্টল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার রাত ১১টায় সদর থানা গাংনিয়া ব্রিজ হইতে খাস খামারগামী ইটের সলিং রাস্তার উপর থেকে ৫০ বোতল ফেনসিডিল সহ কামাল শিকারী (৪৬) সে লক্ষীদাড়ী গ্রামের শামসুর রহমানের পুত্র। অপরদিকে ঐ রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের অপর অভিযানে সদরের আ’লীপুর মাঝের পাড়া গ্রামের শওকত আলীর পুত্র শাহিন আলী (৩০) ও একই গ্রামের শিবপুর এলাকার আফছার আলী গাজীর পুত্র বাদল গাজী (৫০) কে আটক করে। পরে তাদের কাছ থেকে ১১০ পিচ মাদকদ্রব্য টেপেনডেন্টল ট্যাবলেট উদ্ধার করে। আসামীদের বিরুদ্ধে সদর থানায় পৃথক মামলা পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।