পদ্মপুকুর (শ্যামনগর) প্রতিনিধি ঃ বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়। ক্ষুধা আর দারিদ্র্যের সেই বাংলাদেশ আজ বিশ্বের সামনে সাফল্যের অনন্য এক উদাহরণ সুবর্ণজয়ন্তীর সঙ্গেই বাংলাদেশ উদযাপন শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, যার হাত ধরে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। সেই উপলক্ষে পদ্মপুকুর ইউনিয়নে স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় ৪৯ নং কামালকাটি সরকারি প্রাইমারি স্কুলে আলোচনা সভা ওয়ার্ডের ইউপি সদস্য উওম কুমার মন্ডল সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিতি বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বিমল কৃষ্ণ মিস্ত্রি, মহিলা ইউপি সদস্য শুক্কুরী রানী,শিহ্মক বাবু তুষার কান্তি মন্ডল,শিহ্মক বাবু দেবদাশ কুমার মন্ডল,শিহ্মক সুব্রত কুমার মন্ডল আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন গণ্যমান্য ব্যক্তিবর্গের নিয়ে সুবর্ণজয়ন্তী পালন করা হয়।