প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির স্থাপিত মহান মুক্তিযুদ্ধের মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও বীর মুক্তিযোদ্ধা স্মৃতি চারণে প্রতাপনগরের ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ৩ টায় প্রতাপনগর কর্মকার বাড়ী চৌরাস্তা বাজারসংলগ্ন অস্থায়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা অফিসে ৫ নং ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা সন্তান মাষ্টার নূরে আজম সিদ্দিকীর উপস্থাপন ও পাঠক নন্দিত সাতক্ষীরা থেকে বহুল প্রচলিত প্রসারিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক মাসুম বিলাহর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে স্বাধীন সার্বভৌম রক্ষায় বীর মুক্তিযোদ্ধাদের অবদানের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ন আহবায়ক আফজাল হোসেন, অন্যতমদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, বীর মুক্তিযোদ্ধা শহীদুলাহ ফকির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ঢালী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক ডাঃ আব্দুল গনি, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগ প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান মিলন, বীর মুক্তিযোদ্ধা সন্তান বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতাপনগর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি চারণ, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, কল্যাণপুর বাজারস্ত ইউনিয়ন কৃষক লীগের অস্থায়ী কার্যালয়ে ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা সন্তান উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে একই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মনতেজ আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা মুনছুর আহমেদ, ইউনিয়ন আ’লীগ সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কাজল প্রমুখ। এছাড়া অন্যান্য ওয়ার্ড একুই বিষয়ে কর্মসূচি পালন করা হয়।